নিউজ ডেস্ক ।। টেট-টু পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ও সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পরীক্ষার্থীরা। এই ইস্যুতে প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই-এর তরফ থেকে টিআরবিটি (ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ড) চেয়ারম্যানের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে।
যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা জানিয়েছেন, টেট-টু পরীক্ষার প্রশ্নপত্রে বেশ কিছু ভুল উত্তর অফিসিয়াল উত্তরপত্রে দেওয়া হয়েছে, যা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। এছাড়াও, কিছু প্রশ্নে একাধিক সঠিক উত্তর থাকায় অস্পষ্টতার সৃষ্টি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সিলেবাসের বাইরে থাকা বিষয়গুলির জন্য পরীক্ষার্থীদের কোনো পূর্ব নোটিশ দেওয়া হয়নি, যা প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে।
এই সমস্যাগুলির সমাধানের জন্য টিআরবিটি চেয়ারম্যানের কাছে গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনার আবেদন জানানো হয়েছে। নীলকমল সাহা বলেন, “পরীক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এমন ত্রুটি এড়াতে বোর্ডের উচিত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।”
এই ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, এবং তারা দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন।