নিউজ ডেস্ক || ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আগামী ১৪-১৬ মার্চ ঝাড়খণ্ডের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। একইসঙ্গে, ১৩-১৬ মার্চ ওড়িশাতেও তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ১৬ মার্চ (রবিবার) তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, পশ্চিম হিমালয় অঞ্চল ও উত্তর-পূর্ব ভারতে আগামী ৬-৭ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএমডি। হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে মধ্য ভারতে আগামী তিন দিন তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পূর্ব ভারতের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
জনসাধারণকে প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।