নিউজ ডেস্ক || কর্মসংস্থানের দাবি, দুর্নীতির সাম্রাজ্য ও জঙ্গলের রাজত্বের অবসান এবং নেশা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজারে এক বিশাল মিছিলের আয়োজন করে উপজাতি যুব ফেডারেশন (টিওয়াইএফ) এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)। সিপাহীজলা জেলার তিন মহকুমার কর্মীরা এই মিছিলে অংশ নেন, যা বিশ্রামগঞ্জ বাজারের মোটর স্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলাশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দে, উপজাতি যুব ফেডারেশনের নেতৃবৃন্দ এবং উভয় সংগঠনের কর্মী-সমর্থকরা। আচমকা লাল পতাকায় সুসজ্জিত এই বিশাল মিছিল দেখে বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ী ও পথচারীরা হতবাক হয়ে পড়েন। মিছিলে তিন দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করেন নবারুণ দে। তিনি বলেন, “যুব সমাজের জন্য কর্মসংস্থানের নিশ্চয়তা, দুর্নীতির অবসান এবং নেশা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
মিছিল শেষে উভয় সংগঠনের নেতৃবৃন্দ জেলাশাসকের কার্যালয়ে তিন দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন জমা দিতে যান। কিন্তু পূর্ব নির্ধারিত সময় থাকা সত্ত্বেও জেলাশাসক আপৎকালীন কারণে অনুপস্থিত থাকায় স্মারকলিপি তাঁর ব্যক্তিগত সহকারীর হাতে তুলে দেওয়া হয়।
এই মিছিল ও ডেপুটেশনের মাধ্যমে উপজাতি যুব ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সরকারের কাছে তাদের দাবি তুলে ধরে যুব সমাজের অধিকার ও সমাজের স্বচ্ছতার জন্য তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। স্থানীয়রা এই আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেছেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।