ধর্মনগর প্রতিনিধি || কর্তব্যে গাফিলতি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার অভিনাশ রাই তিন পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছেন। বরখাস্ত হওয়া কনস্টেবলরা হলেন শিবু দত্ত, ধীরাজ নাথ এবং প্রণব কুমার সিনহা।
সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে এই তিনজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছিল। অভিযোগের সত্যতা যাচাই করে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, বরখাস্ত হওয়া এই তিন কনস্টেবল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের অফিসে কর্তব্যরত ছিলেন।
বর্তমানে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পুলিশ বিভাগ জানিয়েছে, দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।