নিজস্ব প্রতিনিধি || ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের (টিএসএফ) নেতা-কর্মীরা সার্কিট হাউসের সামনে সকাল থেকে বিক্ষোভে সামিল হন। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তিপরা মথার কর্মী ও সমর্থকরা। আন্দোলনস্থলে উপস্থিত হন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির প্রতি সমর্থন জানান।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, “দীর্ঘদিন ধরে তিপরা মথার ছাত্র সংগঠন ন্যায্য দাবি জানিয়ে আসছে। কিন্তু পূর্বতন এবং বর্তমান সরকার উভয়েই এই দাবিকে উপেক্ষা করেছে। তিপ্রাসাদের ভাষা ও উন্নয়নের দাবি পূরণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় কোনো আপস করা যাবে না।”
তিনি আরও বলেন, “এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটের ভিত্তিতে নয়। এটি তিপ্রাসাদের অধিকার ও ভাবাবেগের জন্য। আমি শাসক জোটের শরিক হয়েও এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাই।” আন্দোলনকারীদের দাবি পূরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।