নিউজ ডেস্ক || ত্রিপুরার রাজ্য আদিবাসী কংগ্রেস তিপরা মথা সরকারের বিরুদ্ধে আদিবাসী উন্নয়নে ব্যর্থতার গুরুতর অভিযোগ তুলেছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আদিবাসী কংগ্রেসের নেতৃত্বরা জানান, তিপরা মথা সরকার আদিবাসী অঞ্চলে কোনও বাস্তব উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে এবং শুধুমাত্র মানুষের আবেগ নিয়ে রাজনীতি করেছে।
রাজ্য আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান বলেন, “তিপরা মথা সরকার আদিবাসীদের উন্নয়নের নামে বিভ্রান্ত করেছে। তারা কোনও প্রকৃত উন্নয়নমূলক কাজ করেনি।” তিনি অবিলম্বে ত্রিপুরা আদিবাসী উন্নয়ন পরিষদ (এডিসি) এলাকায় কর্মসংস্থান ও উন্নয়ন সংক্রান্ত কাজের তথ্য নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। তাঁর অভিযোগ, তিপরা মথা শাসনকালে জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
চেয়ারম্যান আরও দাবি করেন, “ত্রিপুরায় আদিবাসীদের প্রকৃত উন্নয়নের জন্য ঐতিহাসিকভাবে কেবল কংগ্রেসই কাজ করেছে। আদিবাসীদের কল্যাণে প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে কংগ্রেসই একমাত্র দল যারা সফল হয়েছে।” তিনি তিপরা মথার শাসনকে “আবেগের রাজনীতি” হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন।
এই সাংবাদিক সম্মেলনে আদিবাসী কংগ্রেসের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এবং তাঁরা আদিবাসী সম্প্রদায়ের অধিকার ও উন্নয়নের জন্য কংগ্রেসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তাঁরা রাজ্য সরকারের কাছে জনজাতি উন্নয়নের বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানান।