নিউজ ডেস্ক || ত্রিপুরার রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিপরা মথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। গতকাল তিনি কংগ্রেস ভবনের সামনে এসে দলীয় পতাকা ফিরিয়ে দিয়ে গেছেন, যা নিয়ে এখন চলছে তুমুল আলোচনা। বিধায়ক সুদীপ রায় বর্মণ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছেন, এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তবে তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, প্রদ্যোত সহ বিজেপিতে থাকা অধিকাংশ নেতার ডিএনএ কংগ্রেসের, তাই তাঁদের মনে কংগ্রেসের প্রতি দুর্বলতা থাকা স্বাভাবিক।
সুদীপ জানান, প্রদ্যোত যখন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, তখন তাঁর কাছে প্রচুর দলীয় পতাকা ছিল। সেই পতাকাগুলো ফিরিয়ে দেওয়ার জন্যই তিনি গতকাল কংগ্রেস ভবনের সামনে এসেছিলেন। তিনি ভবনের ভিতরে প্রবেশ না করে বাইরে থেকেই পতাকা ফিরিয়ে দিয়ে চলে যান। সুদীপের দাবি, এটি কেবল কংগ্রেস নেতৃত্বের প্রতি প্রদ্যোতের প্রতিশ্রুতি রক্ষার বিষয়, এর সঙ্গে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নেই।
তিনি আরও বলেন, “প্রদ্যোত এবং বিজেপিতে থাকা অনেকের রাজনৈতিক শিকড় কংগ্রেসে। তাঁদের ডিএনএ কংগ্রেসেরই। তাই কংগ্রেসের প্রতি তাঁদের মনে একটা দুর্বলতা থাকা অস্বাভাবিক নয়।” তবে এই ঘটনাকে রাজনৈতিক রঙ দেওয়ার কোনো মানে নেই বলেও তিনি জানান।
এই ঘটনা ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। প্রদ্যোতের এই পদক্ষেপ এবং সুদীপের মন্তব্য কীভাবে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলে, তা নিয়ে সবার নজর এখন ভবিষ্যতের দিকে।