তিপ্রা মথার দ্বৈত নীতিতে বিজেপি সমর্থন ও বিদেশী বিতাড়নের জিগির, জিতেন্দ্র চৌধুরীর কড়া সমালোচনা
নিউজ ডেস্ক || ত্রিপুরার রাজনীতিতে তিপ্রা মথার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি তিপ্রা মথার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে বলেছেন, একদিকে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর বিরোধিতা করেও তারা বিজেপি সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, অন্যদিকে বিদেশী বিতাড়নের নামে নতুন জিগির তুলেছে। জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন, ইন্দিরা-মুজিব চুক্তি থাকা সত্ত্বেও CAA প্রণয়ন করেছে বিজেপি সরকার, যার তীব্র বিরোধিতা করেছিল তিপ্রা মথা। কিন্তু এখনও তারা বিজেপি সরকারের সঙ্গে ক্ষমতায় থেকে সমর্থন অব্যাহত রেখেছে।
চৌধুরী আরও বলেন, তিপ্রা মথা গ্রেটার তিপ্রা ল্যান্ড ও ত্রিপাক্ষিক চুক্তির মতো বিষয় নিয়ে গত চার বছর ধরে সাধারণ জনজাতিদের বিভ্রান্ত করে ক্ষমতা আঁকড়ে রেখেছে। তিনি দাবি করেন, এই দলটি তাদের দ্বৈত নীতির মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করছে।
এছাড়া, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা প্রসঙ্গে চৌধুরী বলেন, ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিধান রয়েছে। কিন্তু তিনি অভিযোগ করেন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) ভঙ্গ করে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে তিপ্রা মথার ভূমিকাকে তিনি সম্পূর্ণ অসঙ্গত ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছেন।
তিপ্রা মথার এই দ্বৈত নীতি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জিতেন্দ্র চৌধুরীর এই মন্তব্যের পর তিপ্রা মথা কীভাবে জবাব দেয়, সেদিকে নজর রাখছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।


