নিউজ ডেস্ক || কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংসের পর পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ করার কৃতিত্বে দেশজুড়ে উৎসাহের জোয়ার। এই প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানাতে রবিবার আগরতলার বনমালীপুর মন্ডলে বিজেপির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ “তিরঙ্গা যাত্রা” অনুষ্ঠিত হয়।
যাত্রাটি চন্দ্রপুর আইএসবিটির সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। হাতে তেরঙ্গা পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
রাজীব ভট্টাচার্য বলেন, “আমাদের সাহসী সেনারা সীমান্তে দিনরাত দেশের সুরক্ষায় নির্ভয়ে নিয়োজিত। তাঁদের ত্যাগ ও সাহসের জন্যই আমরা নিরাপদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় নেতৃত্বে ভারত আত্মনির্ভর ও শক্তিশালী হয়ে উঠছে।”
তিরঙ্গা যাত্রার মাধ্যমে অংশগ্রহণকারীরা ভারতের বীর সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং একতা, দেশপ্রেম ও সাহসের বার্তা জনসমক্ষে তুলে ধরেন। এই যাত্রা দেশের সুরক্ষায় সেনাবাহিনীর অবদান ও সরকারের দৃঢ় নীতির প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের প্রতীক হয়ে উঠেছে।