নিউজ ডেস্ক ।। তুইসিন্দ্রাই বাজারে যাত্রী পরিবহন নিয়ে দুই গাড়ির চালকের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে আজ আগরতলা চন্দ্রপুর আইএসবিটিতে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখেন বাস চালকরা। এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে, এবং আইএসবিটি এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গতকাল তুইসিন্দ্রাই বাজারে যাত্রী পরিবহন নিয়ে বিরোধের জেরে এক বাস চালককে বেধড়ক মারধর করেন অন্য গাড়ির চালক। এই ঘটনার প্রতিবাদে আজ বাস চালকরা আগরতলা চন্দ্রপুর আইএসবিটিতে সমস্ত বাস পরিষেবা বন্ধ রাখেন।
বাস চালকদের অভিযোগ, ই-রিকশা, অটো সহ অন্যান্য ছোট গাড়ির কারণে তাঁদের বাস পরিষেবা ব্যাহত হচ্ছে, যা তাঁদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। তাঁরা জানান, আইএসবিটির সামনে থেকে ছোট গাড়িগুলো যাত্রী নিয়ে চলে যায়, এমনকি মাঝরাস্তায় বাস চালকদের উপর হামলাও চালানো হয়। গতকালের মারধরের ঘটনাকে কেন্দ্র করে আজ তাঁরা এই প্রতিবাদে সামিল হন।
এদিকে, হঠাৎ বাস পরিষেবা বন্ধ হওয়ায় যাত্রীরা চরম সমস্যায় পড়েছেন। অনেকে গন্তব্যে পৌঁছাতে না পেরে হতাশা প্রকাশ করেছেন। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা।