নিউজ ডেস্ক || ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্য সরকার ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধলাই জেলার আমবাসা এবং গোমতী জেলার কাকরাবান ও করবুক এলাকায় তিনটি নতুন সরকারি সাধারণ ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১৭ মে, ২০২৫) সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমের পোস্টে জানিয়েছেন, এই উদ্যোগ রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগকে আরও প্রসারিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। নতুন কলেজগুলির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণ সহজতর হবে। পাশাপাশি, এই পদক্ষেপ রাজ্যে গুণগত শিক্ষার প্রসারকে ত্বরান্বিত করবে বলে তিনি আশাবাদী।
এই ঘোষণাকে শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। নতুন কলেজগুলি স্থাপিত হলে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন না, এবং রাজ্যের শিক্ষার মান আরও উন্নত হবে। এই উদ্যোগ ত্রিপুরাকে শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।