নিউজ ডেস্ক || ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিপুরায় পালিত হলো মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুজ্জোহা। আজ সকালে রাজধানী আগরতলার গেদু মিয়া মসজিদে মুসলিম ধর্মাবলম্বীরা নামাজ আদায় করেন। এই পবিত্র দিনে একে অপরের সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন তারা।
রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে এই উৎসব। কৈলাসহরের টিলা বাজার জামে মসজিদের ঈদগা প্রাঙ্গনে নামাজ আদায় করেন মৌলানা শাহনাহাজ হুসেন। এছাড়া, বাবুর বাজারে মৌলানা হাবিল আহমেদের নেতৃত্বে নামাজ অনুষ্ঠিত হয়। পশ্চিম বাজার জামে মসজিদ, রাঙ্গাউটি মসজিদ, ইরানি মসজিদ, গৌরনগর মসজিদসহ রাজ্যের বিভিন্ন মসজিদে নামাজ আদায় করা হয়।
ঈদ উপলক্ষে কৈলাসহরের টিলা বাজারে বসেছে প্রাণবন্ত মেলা, যা স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। এই উপলক্ষে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “ঈদুজ্জোহা আমাদের মধ্যে ঐক্য ও ভালোবাসার বন্ধনকে আরও মজবুত করে। সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”
এই উৎসবের মধ্য দিয়ে ত্রিপুরার মানুষ সম্প্রদায় নির্বিশেষে একত্রিত হয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।