নিউজ ডেস্ক || কংগ্রেস দলের এসসি ডিপার্টমেন্টের জাতীয় কো-অর্ডিনেটর তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর টি সি দাসের উপস্থিতিতে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজ্যে এসসি ডিপার্টমেন্টকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জাতীয় কো-অর্ডিনেটর টি সি দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় এবং মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সভা কংগ্রেসের রাজ্য স্তরের সংগঠনকে আরও সক্রিয় করার প্রচেষ্টার অংশ।
আলোচনায় ফোকাস ছিল রাজ্যে অনুসূচিত জাতি (এসসি) সম্প্রদায়ের স্বার্থ রক্ষা এবং দলের ভিত্তি মজবুত করার কৌশল নির্ধারণে। যদিও কোনো সুনির্দিষ্ট উদ্ধৃতি প্রকাশিত হয়নি, সভা থেকে বোঝা যায় যে এটি দলের অভ্যন্তরীণ সংহতি বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ।
এই উদ্যোগের ফলে ত্রিপুরায় কংগ্রেসের রাজনৈতিক প্রভাব বাড়তে পারে, বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে। ভবিষ্যতে আরও এমন সভা আয়োজিত হয়ে দলের কার্যক্রমকে গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।


