নিউজ ডেস্ক || ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনোরিটি ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ সভা শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মন সহ মাইনোরিটি ডিপার্টমেন্টের শীর্ষ নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন সংবিধান রক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, “সংবিধানকে সুরক্ষিত রাখা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক দায়িত্ব। যারা সংবিধান প্রণেতা ড. বি. আর. আম্বেদকরের অবমাননা করছে, তারা মনুস্মৃতিতে বিশ্বাসী এবং তাদের চিন্তাভাবনা মধ্যযুগে আটকে আছে।”
তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “বিজেপি সংবিধানকে মানে না বলেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে ড. আম্বেদকর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার সাহস পেয়েছেন। বর্তমান শাসকদল গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করছে, যা এই সংবিধান দেশের জনগণকে দিয়েছে।”
সুদীপ রায় বর্মন আরও বলেন, “সংবিধান রক্ষার জন্য দেশের জনগণকে এগিয়ে আসতে হবে। ধর্মের নামে বিবাদ বা আঞ্চলিক সংঘাত যেন না হয়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। সাধারণ মানুষকে সংবিধান রক্ষার এই লড়াইয়ে অংশ নিতে হবে।”
সভায় উপস্থিত নেতৃত্ব সংবিধানের মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।