সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্টের পর শান্তিপাড়ায় উত্তেজনা, পুলিশ ও কংগ্রেস নেতৃত্বের উপরও হামলা
নিউজ ডেস্ক ।। ত্রিপুরার শান্তিপাড়ার মসজিদ পট্টি রোড এলাকায় গতকাল রাতে কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার বিরুদ্ধে কুরুচিকর ও ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করার অভিযোগ উঠেছে শাহজাহান ইসলামের বিরুদ্ধে। এই ঘটনার জেরেই দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা শাহজাহানের বাড়িঘর ভাঙচুর করেছে এবং তাঁর পরিবারের সদস্যদের বাড়ি ছাড়ার হুমকি দিয়েছে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ, বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু সেখানে পৌঁছতেই বিজেপি যুব মোর্চার কর্মীদের রোষের মুখে পড়তে হয় কংগ্রেস নেতৃত্বদের। এমনকি, কংগ্রেস নেতাদের নিরাপত্তা দিতে গিয়ে পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্রমণের শিকার হন।
এই ঘটনার পর পূর্ব আগরতলা থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রদেশ বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ, শাহজাহান ইসলাম সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে রাজ্যের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন। এছাড়াও, তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছেন, যা পর শান্তিপাড়া এলাকায় অশান্তি সৃষ্টির কারণ হয়েছে।
বিধায়ক সুদীপ রায় বর্মণ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক উল্টো দিকে শান্তিপাড়ায় কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিজেপির দুষ্কৃতকারীরা। এটি স্পষ্ট করে যে গোটা রাজ্যে অরাজকতা চলছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে।”
অন্যদিকে, বড়দোয়ালী যুব মোর্চার মণ্ডল সভাপতি এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, “শাহজাহান ইসলাম সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করে শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন। তাই তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।