নিউজ ডেস্ক || মুক্তধারা প্রেক্ষাগৃহে বুধবার এক জমকালো অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পূর্ত দপ্তরে ১৮৪ জন জুনিয়র প্রকৌশলীর হাতে নিয়োগপত্র তুলে দেন। এই নিয়োগপত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজে এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, জাতীয় সড়কের কাজ পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি বিশেষ টিম পাঠিয়েছে। তবে, বৃষ্টির সময়ে কোনো ধরনের নির্মাণ কাজ করা হবে না বলে তিনি স্পষ্ট করেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় ত্রিপুরার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। তবে, এই নীতির বিরুদ্ধে একাংশ প্রতিক্রিয়াশীল মহল ষড়যন্ত্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে নিয়োগ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত সাত বছরে রাজ্যে ১৯,৭৪২ জনকে নিয়মিত চাকরি দেওয়া হয়েছে। এর মধ্যে গত এক বছরেই প্রায় ৮,০০০ চাকরি প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উৎকর্ষতা বৃদ্ধির জন্য রাজ্য সরকার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
এই নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান রাজ্যের যুব সমাজের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী জানান, সরকার রাজ্যের উন্নয়ন ও যুবকদের ভবিষ্যৎ গড়তে কাজ করে যাচ্ছে।