নিউজ ডেস্ক || ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রে প্রতিভার কোনও অভাব নেই, এবং রাজ্য সরকার ক্রীড়াবিদদের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তুলতে নিরলস কাজ করে চলেছে। আজ আগরতলার সোনারতরী হোটেলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর নবীন লাইফটাইম মেম্বারদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এ কথা জানান। এই অনুষ্ঠানে টিসিএ-র নতুন ৭৯ জন লাইফটাইম মেম্বারকে সংবর্ধিত করা হয়।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ক্রিকেটে ভারতের বিশ্বব্যাপী বিশেষ মর্যাদা রয়েছে। ত্রিপুরার ক্রিকেটের নাম উজ্জ্বল করতে টিসিএ-র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, টিসিএ-র সহযোগিতায় রাজ্যে ভবিষ্যতে অনেক প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে। এই লক্ষ্যে রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক স্বাস্থ্যের উন্নতিই নয়, মানসিক বিকাশেও সহায়ক। এছাড়া, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে বিপথগামিতা থেকে দূরে রাখা সম্ভব।
অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় জানান, বর্তমান রাজ্য সরকারের আমলে ক্রীড়াক্ষেত্রে অভূতপূর্ব পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। এর ফলে ত্রিপুরার ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করছে। তিনি বলেন, রাজ্য ক্রীড়াক্ষেত্রে দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
অনুষ্ঠানে টিসিএ-র সম্পাদক সুব্রত দে এবং সভাপতি তপন লোধ বক্তব্য রাখেন। এছাড়া, প্রাক্তন বিচারপতি তথা ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরিন্দম লোধও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ এবং রাজ্য সরকারের সহযোগিতার মাধ্যমে রাজ্যের ক্রিকেট এবং সামগ্রিক ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।