ত্রিপুরায় গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি: জিতেন্দ্র চৌধুরীর বিস্ফোরক অভিযোগ
নিউজ ডেস্ক || ত্রিপুরায় অগণতান্ত্রিক ও অস্বাভাবিক পরিস্থিতি চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাজ্যে গণতন্ত্রের জবাই হচ্ছে এবং বিজেপি জনগণের পাশাপাশি নিজ দলের অভ্যন্তরেও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে।
শ্রী চৌধুরী বলেন, ত্রিপুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে, কিন্তু মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন না। তাঁর অভিযোগ, বিজেপি সরকার সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। তিনি আরও জানান, শুধু বিরোধী দল নয়, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষও আইনশৃঙ্খলার অভাব নিয়ে ক্ষুব্ধ।
বিরোধী নেতার দাবি, যাঁরা ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছেন, তাঁরাও রাজ্যের এই অস্বাভাবিক পরিস্থিতিতে সন্তুষ্ট নন। তিনি বলেন, “বিজেপি নিজ হাতে গণতন্ত্রের হত্যা করছে। দলের অভ্যন্তরেও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।” এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ প্রকাশ পাচ্ছে বলে মনে করেন তিনি।