নিউজ ডেস্ক || ত্রিপুরা সরকার বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞানচর্চাকে বাস্তবভিত্তিক ও উদ্ভাবনী করে তুলতে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। বুধবার প্রজ্ঞা ভবনে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের উদ্যোগে আয়োজিত ৮ম ছাত্র প্রকল্প কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই কর্মসূচি শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিকাশের মাধ্যমে বিজ্ঞানকে পাঠ্যপুস্তকের সীমা ছাড়িয়ে প্রয়োগমুখী করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, “বিদ্যালয়ের পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী দক্ষতা ও বিজ্ঞানচিন্তা বিকাশ করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, রাজ্যের বিজ্ঞান শিক্ষাকে গবেষণাধর্মী ও প্রয়োগমুখী পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা কেবল তত্ত্ব নয়, বরং বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করতে শিখবে।
অনুষ্ঠানে হাইলাইট করা হয় একটি উল্লেখযোগ্য ছাত্র প্রকল্প—‘অর্গানিক ফিস ফুড’। সম্পূর্ণ স্থানীয় উপাদান দিয়ে তৈরি এই পরিবেশবান্ধব মাছের খাদ্য ইতিমধ্যে বাজারজাতকরণের পথে। মন্ত্রী দেববর্মা এটিকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, “এই প্রকল্প প্রমাণ করে ছাত্র উদ্ভাবন কতটা বাস্তবমুখী হতে পারে।” এ ধরনের উদ্ভাবন মৎস্যচাষীদের খরচ কমিয়ে পরিবেশ রক্ষায় সহায়ক হবে।
রাজ্য সরকার এই উদ্ভাবনী প্রকল্পগুলোকে জাতীয় পর্যায়ে প্রচার ও প্রসারের ওপর গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী জানান, শিক্ষার্থীদের উদ্ভাবন রাজ্যে সীমাবদ্ধ থাকবে না; এগুলো দেশের বিভিন্ন প্রান্তে গ্রিন টেকনোলজি ও সাসটেইনেবল ইনোভেশন প্রচারে ভূমিকা রাখবে। ত্রিপুরার মতো সীমিত সম্পদের রাজ্যে এই প্রয়াস শিক্ষা উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক স্বনির্ভরতার দ্বার উন্মোচন করবে।
এই কর্মসূচি বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞানচিন্তা বিকাশের মাধ্যমে দীর্ঘমেয়াদে রাজ্যের মানবসম্পদ উন্নয়ন ঘটাবে। এটি স্টার্ট-আপ সংস্কৃতির বিকাশে অনুঘটক হিসেবে কাজ করবে, যা যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে।
উদ্বোধনের পর কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রকল্প প্রদর্শন করেন। আগামীতে এই উদ্যোগ জাতীয় বিজ্ঞান মেলা ও স্টার্ট-আপ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে ত্রিপুরাকে উদ্ভাবনের হাবে পরিণত করবে। এটি কেবল শিক্ষা নয়, রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নের ভিত্তি মজবুত করবে।


