নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জাতীয় যুব দিবস উপলক্ষে রাজ্যভিত্তিক জাতীয় যুব উৎসবের উদ্বোধন করে যুব সমাজকে প্রকৃত শিক্ষা, দেশপ্রেম এবং মানুষের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। স্বামী বিবেকানন্দের জন্মদিনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি যুবশক্তিকে দেশের ভবিষ্যতের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “জাতীয় যুব দিবসের উদ্দেশ্য যুব সমাজের মধ্যে রাষ্ট্রচেতনা ও দেশপ্রেম জাগ্রত করা এবং স্বামীজীর আদর্শকে ছড়িয়ে দেওয়া।” তিনি স্বামী বিবেকানন্দকে জাগরণের অগ্রদূত হিসেবে বর্ণনা করে যোগ করেন, “মানুষের সেবা করার মধ্যেই রয়েছে ঈশ্বর সেবা।” যৌবনকালকে মানুষের শ্রেষ্ঠ সময় বলে উল্লেখ করে তিনি যুবাদের আত্মবিশ্বাসী ও কর্মঠ হওয়ার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবশক্তির বিকাশে প্রযুক্তি, স্টার্টআপ এবং ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। রাজ্য সরকারও দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং যুব উদ্যোক্তা প্রকল্পের মাধ্যমে যুবাদের আত্মনির্ভর করে তুলছে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এছাড়া, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এনএসএস স্বেচ্ছাসেবক, ক্রীড়াবিদ এবং নেশামুক্ত অভিযানের সংগঠনগুলিকে সংবর্ধিত করা হয়। এই উৎসব যুব সমাজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে ২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্যকে সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।


