নিউজ ডেস্ক || ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা ঘোষণা করেছেন যে জিলা সভাধিপতি, সহকারী সভাধিপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত সদস্যদের ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। বিধায়ক রামপদ জমাতিয়া এবং বিধায়ক দীপক মজুমদারের উত্থাপিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী এই তথ্য জানান। এই পদক্ষেপটি পঞ্চায়েত সদস্যদের কাজের প্রতি উৎসাহ বাড়াবে বলে আশা করা হচ্ছে।
