নিউজ ডেস্ক || ত্রিপুরা প্রথমবারের মতো বি.এন. মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের ৭৩তম সংস্করণ আয়োজন করতে চলেছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৭ মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। রাজ্যের পাঁচটি স্থানে— খোয়াই, জিরানিয়া, আগরতলা, জাম্পুইজলা এবং উদয়পুর— প্রতিযোগিতার ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
শুক্রবার উমাকান্ত স্কুল ফুটবল স্টেডিয়ামে প্রস্তুতি পরিদর্শনে যান ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অমিতাভ রঞ্জন। পরে পুলিশ সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য রাজ্য পুলিশ বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দলগুলোর উষ্ণ অভ্যর্থনার জন্য আমাদের কর্মকর্তারা নিরলস পরিশ্রম করছেন। আমরা একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করব।”
ডিজিপি আরও জানান, এই প্রতিযোগিতায় মোট ৪৫টি দল অংশ নিচ্ছে, যার মধ্যে ৯টি মহিলা দল এবং ৩৬টি পুরুষ দল রয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা ১,৫০০, এবং এতে ২৫টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ দল প্রতিদ্বন্দ্বিতা করবে। পাশাপাশি, বিএসএফ, টিএসআর এবং সিআরপিএফ-সহ সাতটি কেন্দ্রীয় বাহিনীর দলও এতে অংশ নেবে।
চ্যাম্পিয়নশিপের মোট ১০২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা পুলিশের দল সম্পর্কে তিনি বলেন, “আমাদের দল কঠোর অনুশীলন করেছে এবং আমরা আশা করি তারা ভালো পারফরম্যান্স করবে।”
সমগ্র আয়োজন সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে ডিজিপি বলেন, “এই প্রতিযোগিতা আমাদের রাজ্যের গর্বের বিষয়। আমরা চাই সবাই একসঙ্গে মিলিত হয়ে এই বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতাকে সফল করে তুলুন।”
এই প্রতিযোগিতা সফলভাবে পরিচালনার জন্য ইতিমধ্যেই একটি স্পোর্টস সেক্রেটারিয়েট গঠন করা হয়েছে বলে তিনি জানান।