নিজস্ব প্রতিনিধি || ত্রিপুরায় বিজেপি সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের জীবনে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টির গুরুতর অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি দাবি করেছেন, রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোতে ঈদের দিনে তীব্র উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে। আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে মাইনোরিটি ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ তুলে ধরেন।
বৈঠকে সভাপতিত্ব করেন আশিস কুমার সাহা এবং উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, মাইনোরিটি ডিপার্টমেন্টের সভাপতি রুহুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন সাংবাদিকদের সামনে সাহা ঘোষণা করেন, ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে গোটা রাজ্যে প্রদেশ কংগ্রেসের তরফে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। তিনি এই বিলের তীব্র বিরোধিতা করে বলেন, এটি সংখ্যালঘুদের অধিকারের উপর আঘাত।
এছাড়াও, তিনি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার বাংলাদেশ অংশে বসবাসকারীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। ঈদের আগে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাকেও তিনি তীব্র ভাষায় নিন্দা করেন। এই পরিস্থিতিতে কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।