নিউজ ডেস্ক ।। আজ ত্রিপুরা বিধানসভায় বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং বিধায়ক সুদীপ সরকারের তারকা চিহ্নবিহীন প্রশ্নের উত্তরে কর্মসংস্থান পরিষেবা এবং জনশক্তি পরিকল্পনা বিভাগের মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন, রাজ্যে বর্তমানে ৩,৩৬,৫৫১ জন নিবন্ধিত চাকরি-প্রার্থী রয়েছেন।
জাতীয় ক্যারিয়ার পরিষেবা পোর্টালের তথ্য অনুযায়ী, এই বেকারদের মধ্যে ৮২,১৩৬ জন তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের। শিক্ষাগত যোগ্যতার বিচারে, ২৪৫ জন পিএইচডি ডিগ্রিধারী, ১৮,৯০৫ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ১,০০৬ জন ডক্টরেট ডিগ্রিধারী রয়েছেন।
২,৩৮৩ জন চাকরি-প্রার্থী সরকারি চাকরির জন্য নির্ধারিত বয়সসীমা অতিক্রম করেছেন। এই পরিসংখ্যান রাজ্যে দক্ষ কর্মসংস্থানের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন ঘটায়।
ত্রিপুরার বেকারত্বের এই চিত্র কর্মসংস্থানের নতুন দিশা এবং পরিকল্পনার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে।