নিউজ ডেস্ক ।। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার আমন্ত্রণে রিলায়েন্স গ্রুপের একটি উচ্চপর্যায়ের দল আজ রাজ্যে উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, রিলায়েন্স জিও–র নর্থ ইস্টার্ন জোনের বিজনেস হেডের নেতৃত্বে এই দলটি রাজ্যের আইটি এবং আইটি–সক্ষম সেবা, ডেটা সেন্টার, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, সার উৎপাদন, পেট্রোলিয়াম, বাঁশ থেকে এথানল উৎপাদন, রাবার কাঠের আসবাবপত্র, কৃষি–খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেছেন। বিশেষত, আইটি ক্ষেত্রে তাদের আগ্রহ অত্যন্ত বেশি বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
এই উদ্যোগ ত্রিপুরার অর্থনৈতিক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।