নিউজ ডেস্ক || আগামী ২৯ মে থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান’। এই কর্মসূচি চলবে ১২ জুন পর্যন্ত। রাজ্যের কৃষকদের মধ্যে কৃষি বিষয়ক সচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রচার এবং ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই অভিযানে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
শনিবার এডি নগরে অবস্থিত রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ, এডিসি-র কৃষি দপ্তরের কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং কৃষি দপ্তরের অধিকর্তাসহ অন্যান্য আধিকারিকরা।
বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ জানান, কৃষি দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে বিজ্ঞানীদের সমন্বয়ে একটি কৃষি রথযাত্রা শুরু হবে। এই রথযাত্রার মাধ্যমে কৃষকদের কাছে বিজ্ঞানসম্মত পরামর্শ এবং আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, এই অভিযানের মাধ্যমে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাঁদের চাষাবাসের সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের পথ খোঁজা হবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ কৃষকদের বিভিন্ন মরশুমে চাষাবাদের প্রক্রিয়া সম্পর্কে অবগত করতে এবং রাজ্যের কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই অভিযান ত্রিপুরার কৃষি খাতে টেকসই উন্নয়ন এবং কৃষকদের জীবনমান উন্নত করার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।