নিউজ ডেস্ক ।। ত্রিপুরায় গত দুই বছরে (মার্চ ২০২৩ থেকে ফেব্রুয়ারি ২০২৫) রেকর্ড করা হয়েছে মোট ১,১৭১টি সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় ৪৭৮ জন প্রাণ হারিয়েছেন এবং ১,২৫০ জন আহত হয়েছেন। আজ ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডা. মানিক সাহা এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।
তিনি বলেন, রাজ্য সরকার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে জাতীয় ও রাজ্য মহাসড়কে যানবাহনের নিয়মিত পরিদর্শন, মোটরযান আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনাপ্রবণ এলাকার সাইনবোর্ড স্থাপন, মদ্যপ অবস্থায় চালকদের সনাক্তকরণে শ্বাস বিশ্লেষক ব্যবহার এবং সচেতনতা সভার আয়োজন।
সরকারের লক্ষ্য সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাণহানি ও আঘাতের হার কমানো। এই উদ্যোগগুলোর মাধ্যমে দুর্ঘটনা রোধে আরও কার্যকর পদক্ষেপের আশা করা হচ্ছে।