নিউজ ডেস্ক || কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমকোডকে ‘দানবীয়’ আখ্যা দিয়ে ত্রিপুরায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সিআইটিইউ। দক্ষিণ ত্রিপুরার ধর্মনগরে শ্রমিক-কৃষকদের যৌথ বিক্ষোভে বিজেপি সমর্থকদের হামলায় আহত হয়েছেন নেতারা, যা বাধা সত্ত্বেও আন্দোলনকে আরও উত্তপ্ত করেছে।
গত ২১ নভেম্বর থেকে কার্যকর চারটি শ্রমকোড—মজুরি, শিল্প সম্পর্ক, সামাজিক নিরাপত্তা এবং কর্মস্থল নিরাপত্তা—শ্রমিক অধিকার খর্ব করে কর্পোরেট স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেছে সিআইটিইউ। পুরনো ২৯টি আইনকে একত্রিত করে এই কোডগুলি ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ বাধ্যতামূলক করেছে এবং পিএফ, গ্র্যাচুইটির মতো সুবিধা অনিশ্চিত করেছে। দেশের ৯০ শতাংশ শ্রমজীবী—বেকার, বয়স্ক ও কৃষক—এর আওতায় আসবে না।
সিআইটিইউ রাজ্য উপ-সভাপতি অমিতাভ দত্ত বলেন, “এই শ্রমবিরোধী কোডগুলি কৃষক আন্দোলনের জেরে আনা হয়েছে, কিন্তু এটি শ্রমিক-কৃষকের ঐক্যকে আরও মজবুত করবে।” ধর্মনগর বিক্ষোভে বিজেপি গুন্ডাদের হামলায় তিনি সহ সাতজন নেতা আহত হন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সম্যুক্ত কিসান মর্চা যৌথভাবে এই হামলার নিন্দা করেছে।
এই ঘটনা ত্রিপুরায় শ্রম-কৃষক আন্দোলনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। সিআইটিইউ অবিলম্ব প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে, যা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।


