নিউজ ডেস্ক || রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ মঙ্গলবার সোনামুড়া মহকুমার বক্সনগরের রুখিয়া বিদ্যুৎ কেন্দ্রে ১৩২০ কোটি টাকা ব্যয়ের ১২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আধুনিক কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন প্রকল্পের ভূমিপূজন করেছেন। এই প্রকল্পের মাধ্যমে একই পরিমাণ গ্যাসে দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য তাপ পুনর্ব্যবহার করে পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
রুখিয়া বিদ্যুৎ কেন্দ্র ১৯৯০ সালে চালু হলেও ২০০২ থেকে ২০১৩ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ছিল। বর্তমানে তিনটি ২১ মেগাওয়াটের ওপেন সাইকেল টারবাইন থেকে ৬৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। নতুন কম্বাইন্ড সাইকেল প্রযুক্তি এই কেন্দ্রের দক্ষতা বাড়িয়ে তাপ নির্গমন কমাবে এবং অতিরিক্ত ১২০ মেগাওয়াট যোগ করবে। মন্ত্রী নির্দেশ দিয়েছেন, আগামী তিন বছরের মধ্যেই প্রকল্পটি সম্পন্ন করতে হবে।
“যারা যুগের সাথে তাল মিলিয়ে নতুন প্রযুক্তি গ্রহণ করতে পারবে না, তাদের বর্তমান পৃথিবীতে টিকে থাকা মুশকিল,” বলেছেন রতন লাল নাথ। তিনি আরও জানান, গত সাড়ে সাত বছরে রাজ্যে ১৩২ কেভি সাবস্টেশন ১২ থেকে বেড়ে ২১টি, ৩৩ কেভি সাবস্টেশন ৪৪ থেকে ৭৫টি হয়েছে; আন্ডারগ্রাউন্ড ক্যাবল ৯৫ কিমি থেকে বেড়ে ৫৭১ কিমি হয়েছে। ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহে ত্রিপুরা দেশে চতুর্থ স্থানে রয়েছে।
তবে বিদ্যুৎ চুরি ও বিল প্রদানে অনীহা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। বক্সনগরে মাত্র ২২ শতাংশ গ্রাহক বিল দিচ্ছেন। গত সাড়ে সাত বছরে ৫০,৬৬৭টি হুকলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। আগামীতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে অবৈধ সংযোগ শনাক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এই প্রকল্প ত্রিপুরার বিদ্যুৎ খাতকে আরও দক্ষ ও টেকসই করবে এবং রাজ্যকে ২০২৭ নাগাদ বিদ্যুতে সম্পূর্ণ আত্মনির্ভর করার পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে।


