নিউজ ডেস্ক || ত্রিপুরার অসংগঠিত শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। তাঁদের ন্যায্য দাবি পূরণের জন্য বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হলেও কোনো ফল মেলেনি। এই অবস্থায় দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন অসংগঠিত শ্রমিকরা। আজ রাজধানীর সখীচরণ স্কুলে অনুষ্ঠিত অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের রাজ্য সম্মেলনে এমনটাই ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের চেয়ারম্যান ড. অদিত রাজ। আশিস কুমার সাহা তাঁর বক্তব্যে বলেন, “রাজ্যের অসংগঠিত শ্রমিকদের অবস্থা অত্যন্ত করুণ। সরকারের কাছ থেকে তাঁরা কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে তাঁরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত। এই অবিচারের বিরুদ্ধে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব।”
অসংগঠিত শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা, এবং অন্যান্য সুবিধার দাবিতে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী দিনে শ্রমিকদের এই আন্দোলন কী রূপ নেয়, তা নিয়ে সকলের নজর রয়েছে।