নিউজ ডেস্ক || ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। শনিবার আগরতলার বীর বিক্রম বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
বিপ্লব দেব জানান, ত্রিপুরায় অতি বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন অঞ্চলের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে সারা বছর চলাচলযোগ্য রাস্তা নির্মাণের বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও জানান, গোমতী ও মুহুরী নদীর উপর আরসিসি ব্রিজ নির্মাণ এবং আগরতলা-সাব্রুম সংযোগ সড়কের কাজ চলতি বছরের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য তিনি দাবি জানিয়েছেন। এছাড়া, নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করতে উচ্চপর্যায়ের একটি পর্যবেক্ষক দল গঠনের প্রস্তাবও তিনি তুলেছেন।
এদিকে, কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক ও বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে সাক্ষাতে লাইট হাউজ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন বিপ্লব দেব। ত্রিপুরার উন্নয়ন ও জনগণের সুবিধার্থে এই প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন হওয়া জরুরি বলে মনে করেন তিনি।
ত্রিপুরার অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণে এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।