নিউজ ডেস্ক || ত্রিপুরার গর্ব: কৃষ্ণকলি সাহার বলিউডে অভিষেক, ‘পরম সুন্দরী’তে সোনু নিগমের সঙ্গে গান
ত্রিপুরার স্থানীয় প্রতিভা কৃষ্ণকলি সাহা বলিউডে তার অভিষেকের মাধ্যমে ইতিহাস রচনা করেছেন। আগামী হিন্দি চলচ্চিত্র পরম সুন্দরী-তে তিনি প্রখ্যাত গায়ক সোনু নিগমের সঙ্গে “পারদেসিয়া” গানে কণ্ঠ দিয়েছেন। ইতিমধ্যে মুক্তি পাওয়া এই গানটি তার আত্মিক ও সতেজ গায়কীর জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উল্লেখযোগ্যভাবে, কৃষ্ণকলি রিয়েলিটি শো বা টেলিভিশন অডিশনের প্রচলিত পথে না গিয়ে সরাসরি বলিউডে প্রবেশ করেছেন, যা তার সঙ্গীত প্রতিভা ও দৃঢ়সংকল্পের প্রমাণ।
ত্রিপুরা জুড়ে এই সাফল্য উদযাপিত হচ্ছে, কারণ এটি রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্য এক গর্বের মুহূর্ত। পরম সুন্দরী একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্র, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর। এই ছবিতে একজন উত্তর ভারতীয় পুরুষ ও একজন দক্ষিণ ভারতীয় নারীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে, যেখানে তাদের সাংস্কৃতিক পার্থক্য হাস্যরস, আবেগ এবং বিশৃঙ্খলার মোড় নিয়ে আসে।
ছবিটির পরিচালনায় রয়েছেন তুষার জালোটা এবং প্রযোজনায় ম্যাডক ফিল্মসের ব্যানারে দীনেশ বিজন। প্রাথমিকভাবে ২৫ জুলাই মুক্তির কথা থাকলেও, এখন এটি ২৯ আগস্ট, ২০২৫-এ সারাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কৃষ্ণকলির এই অসাধারণ অর্জন ত্রিপুরার প্রতিভার উজ্জ্বল সম্ভাবনাকে বিশ্বের দরবারে তুলে ধরেছে।