নিউজ ডেস্ক || রাজ্যের জন্য ফের এক গর্বের মুহূর্ত। কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক পিনাকী দাস চৌধুরীকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমতা সাহিত্য একাডেমী ‘যুব রাজনীতিবিদ আইকনিক অ্যাওয়ার্ড–২০২৫’–এ ভূষিত করতে চলেছে। আগামী ২৭ ডিসেম্বর ভুবনেশ্বরের ভারতীয় বিদ্যা ভবন, খারভেলা নগরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে এই পুরস্কার তুলে দেওয়া হবে তাঁর হাতে।
একাডেমির জাতীয় সভাপতি ড. ডি. এস. তান্ডেকারের স্বাক্ষরিত আমন্ত্র আমন্ত্রণপত্র ইতিমধ্যে বিধায়কের কাছে পৌঁছে গিয়েছে। সামাজিক কাজ ও জনসংযোগে অসামান্য ভূমিকার জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে বলে একাডেমি জানিয়েছে।
খবর ছড়িয়ে পড়তেই কল্যাণপুর-প্রমোদনগর জুড়ে উৎসবের আমেজ। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ থেকে কর্মী-সমর্থকরা অভিনন্দনে ভাসিয়ে দিয়েছেন তাঁকে।
বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, “এই সম্মান কল্যাণপুর-প্রমোদনগরের মানুষের। তাঁদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া এত বড় স্বীকৃতি পাওয়া সম্ভব হতো না।”
ত্রিপুরা থেকে এবারই প্রথম কোনো বর্তমান বিধায়ক এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার পেতে চলেছেন।


