নিউজ ডেস্ক || প্রখ্যাত চিত্রনাট্যকার ও পরিচালক বিপ্লব গোস্বামী আরও একবার সেরার মুকুট পরলেন। তাঁর লেখা ‘লাপাতা লেডিজ’ সিনেমার কাহিনির জন্য ত্রিপুরার এই গুণী সন্তান এবার পেলেন ‘পিংকভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকন্স আওয়ার্ডস ২০২৫’। গত ২৭শে মার্চ মুম্বাইয়ে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র ও বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্রদের সাফল্যকে সম্মান জানানো হয়। বিপ্লবের পাশাপাশি এই আয়োজনে পুরস্কৃত হয়েছেন রাজকুমার রাও, শাহিদ কাপুর, সুস্মিতা সেন, কাজল, শ্রদ্ধা কাপুর, অক্ষয় কুমার, অনন্যা পান্ডে, সোনু নিগম, হিমেশ রেশামিয়া এবং অনুপম খেরের মতো তারকারা।
২০০৭ সালে প্রতিষ্ঠিত পিংকভিলা ভারতের বিনোদন ও ফ্যাশন জগতের অন্যতম শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম। চতুর্থ বর্ষে পদার্পণ করা এই আওয়ার্ডস ইতিমধ্যেই বিনোদন জগতে সেরাদের স্বীকৃতি দেওয়ার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। ‘লাপাতা লেডিজ’ এর আগে ৯৭তম অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়ে আন্তর্জাতিক মঞ্চে আলোড়ন ফেলেছে। এই ছবির শক্তিশালী সামাজিক বার্তা ভারতের সুপ্রিম কোর্টে বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
আন্তর্জাতিকভাবে এই সিনেমা জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে কয়েক মাস ধরে সফলতার সঙ্গে প্রদর্শিত হয় এবং জাপানিজ ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন লাভ করে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে এই ছবি।
ত্রিপুরা থেকে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে শিক্ষা, তারপর মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের কেন্দ্রে পৌঁছানো—বিপ্লব গোস্বামীর এই যাত্রা যেন এক সিনেমার গল্প। মার্চ ২০২৫-এ আইফা অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক কাহিনির পুরস্কারের পর এই নতুন সম্মান তাঁকে সমকালীন ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ত্রিপুরার জন্য এটি গর্বের মুহূর্ত।