নিউজ ডেস্ক || শেকেরকোটের কন্যা রাজস্মিতা দাস, মাত্র ৮ বছর বয়সেই আকাশ ৮-এর মঞ্চ কাঁপিয়ে দিলো!
ত্রিপুরার পশ্চিম জেলার ছোট্ট গ্রাম শেকেরকোট থেকে উঠে এসে রাজস্মিতা দাস এখন গোটা বাংলা মুগ্ধ করে চলেছে তার সুরেলা কণ্ঠে। কলকাতার জনপ্রিয় গানের প্রতিযোগিতা “আকাশে সুপার স্টার কলকাতা”-এ সেরা ১২-তে জায়গা করে নিয়েছে এই প্রতিভাবান শিশু শিল্পী।
মায়ের কাছেই সংগীত শিক্ষা। মাত্র ৫ বছর বয়স থেকে সংগীতের হাতেখড়ি মায়ের কাছেই। তার মা দেবস্মিতা দত্ত-ই তার একমাত্র গানের গুরু, যিনি ছোটবেলা থেকেই তাকে সুরের তালিম দিয়ে আসছেন। আজও মা-ই তার সবচেয়ে বড় শিক্ষক।
বিশেষ গুরু কিঞ্জল চট্টোপাধ্যায় রাজস্মিতার গান শুনে এতটাই মুগ্ধ হয়েছেন যে, তিনি বলেছেন, “তুই শুধু গান করে যা, তোর গান আমার মন ছুঁয়ে যাচ্ছে!”
শ্রেয়া ঘোষালের সঙ্গে যখন তিনি ত্রিপুরায় এসেছিলেন, তখন রাজস্মিতা চেয়ার-এর উপর দাঁড়িয়ে তাদের দেখেছিল। আর আজ, রাজস্মিতার প্রতিভায় মুগ্ধ হয়ে কিঞ্জল চট্টোপাধ্যায় বলেছেন, “তোর গান আমি টিকিট কেটে পাঁচটা চেয়ারের উপর দাঁড়িয়ে শুনবো!”
সকলের প্রিয় হয়ে উঠেছে রাজস্মিতা শুধু বিচারকরাই নয়, আকাশ ৮-এর দর্শকদের মনও জয় করে নিয়েছে রাজস্মিতা। তাকে একাধিকবার পূর্ণাঙ্গ গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা প্রতিযোগিতার মঞ্চে বড় সম্মানের বিষয়।
সাফল্যে গর্বিত পরিবার ও ত্রিপুরাবাসী। এই অসামান্য সাফল্যে রাজস্মিতার বাবা রাজীব দাস, মা দেবস্মিতা দত্ত, তার স্কুল হলি ক্রস এবং গ্রামের সকল মানুষ দারুণ গর্বিত।
ত্রিপুরার এই ছোট্ট সুরসাধিকার জন্য রইলো অনেক শুভেচ্ছা। তার গানের যাত্রা আরো দূর এগিয়ে যাক!