নিউজ ডেস্ক || কেন্দ্রীয় মন্ত্রীসভা ত্রিপুরার জনজাতি উন্নয়নের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই অর্থ ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের সঙ্গে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তুইপ্রা (এনএলএফটি) ও অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ) গোষ্ঠীর স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে প্রদান করা হবে। ত্রিপুরার মন্ত্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই অর্থ দ্রুত বরাদ্দের আশা প্রকাশ করেছেন, পাশাপাশি সময়মতো এই চুক্তি না হলে রাজ্যে অস্থিরতার আশঙ্কার কথাও উল্লেখ করেছেন।
প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার সামাজিক মাধ্যমে লিখেছেন, “এটিটিএফ ও এনএলএফটি-র সঙ্গে ভারত সরকারের শান্তিচুক্তি হওয়ার এক বছর পূর্ণ হয়েছে। এই সময়ে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ক্ষমতা হারিয়েছে, এবং সেখানে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। যদি এই চুক্তি সময়মতো না হতো, তাহলে আইএসআই এই অঞ্চলে আরও অশান্তি সৃষ্টি করতে পারত।” তিনি আরও জানান, পুনর্বাসনের জন্য প্রতিশ্রুত অর্থ দ্রুত প্রদান করা হবে। তিনি আশাবাদী যে, ত্রিপুরা সহিংসতা ও সন্ত্রাসমুক্ত হলে সকলের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এই শান্তিচুক্তি ও অর্থ বরাদ্দ ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং রাজ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।


