নীতি আয়োগের এসডিজি সূচক ২০২৩-২৪-এ ত্রিপুরার জয়জয়কার
নিউজ ডেস্ক || নীতি আয়োগের প্রকাশিত নর্থ ইস্টার্ন রিজিয়ন (এনইআর) জেলা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) সূচক ২০২৩-২৪-এ ত্রিপুরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। রাজ্যের গোমতী জেলা তৃতীয়, পশ্চিম ত্রিপুরা পঞ্চম এবং দক্ষিণ ত্রিপুরা সপ্তম স্থান অধিকার করে উত্তর-পূর্বাঞ্চলের শীর্ষ দশ জেলার তালিকায় জায়গা করে নিয়েছে। ত্রিপুরার সমস্ত জেলা ‘ফ্রন্ট রানার’ বিভাগে স্থান পেয়ে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সামাজিক মাধ্যমে এই অর্জনের কথা উল্লেখ করে বলেছেন, “এসডিজি ইনডেক্স ২০২৩-২৪-এ ত্রিপুরার গোমতী, পশ্চিম ও দক্ষিণ জেলা যথাক্রমে তৃতীয়, পঞ্চম ও সপ্তম স্থান অধিকার করে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজ্যের সবকটি জেলা ‘ফ্রন্ট রানার’ শ্রেণিতে স্থান পাওয়ায় আমরা আশাবাদী যে, ২০৩০ সালের মধ্যে ত্রিপুরা এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে।”
নীতি আয়োগ, উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রণালয় এবং ইউএনডিপির কারিগরি সহায়তায় প্রকাশিত এই প্রতিবেদনটি ২০২১ সালের ২৬ আগস্ট প্রকাশিত প্রথম সংস্করণের ধারাবাহিকতায় তৈরি। এই সূচকটি উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের জেলাগুলির সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষেত্রে অগ্রগতি পরিমাপ করে। প্রতিবেদন অনুসারে, উত্তর-পূর্বাঞ্চলের ৮৫% জেলা তাদের সমন্বিত স্কোরে উন্নতি করেছে। মিজোরামের হানথিয়াল জেলা শীর্ষস্থান অধিকার করলেও, মিজোরাম, সিকিম এবং ত্রিপুরার সমস্ত জেলা ‘ফ্রন্ট রানার’ মর্যাদা অর্জন করেছে।
এই সূচকটি প্রমাণ-ভিত্তিক পরিকল্পনা ও পর্যবেক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে, যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন। জাতীয় প্রকল্প এবং উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচির মাধ্যমে ত্রিপুরার জেলাগুলি টেকসই উন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। এই সাফল্য রাজ্যের টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি এবং কেন্দ্রীয় সরকারের সমর্থনের প্রমাণ। বিশ্লেষকরা মনে করছেন, এই গতিপথ অব্যাহত থাকলে ত্রিপুরা ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে একটি মডেল রাজ্য হয়ে উঠবে।