নিউজ ডেস্ক || ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলা শহরে এক সুবিশাল তিরঙ্গা রেলির আয়োজন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অবদানের প্রতি সম্মান জানাতে এই রেলি আয়োজিত হয়। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে রেলিটি শহরের বিভিন্ন প্রধান পথ পরিক্রমা করে, যেখানে শত শত মানুষ জাতীয় পতাকা হাতে সেনাবাহিনীর প্রতি সংহতি প্রকাশ করেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু গোটা দেশকে শোকাহত ও ক্ষুব্ধ করেছে। এই ঘটনার পর দেশবাসী ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। আমরা উগ্রপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের বীর সেনাদের অটল সংগ্রামের প্রতি কুর্নিশ জানাই।”
তিনি আরও বলেন, “আজকের দিনটি ভারতের জন্য ঐতিহাসিক। আমাদের সেনাবাহিনী পাকিস্তানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধে জয়ী হচ্ছে। এই রেলি আমাদের সেনাদের প্রতি সমর্থন ও দেশের ঐক্যের প্রতীক।”
রেলিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ। তাঁরা সেনাবাহিনীর বীরত্বের প্রশংসা করে বলেন, “ভারতীয় সেনা জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আগরতলার রাজপথ। এই রেলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ত্রিপুরার জনগণের দৃঢ় অবস্থানের এক জ্বলন্ত প্রমাণ।