ত্রিপুরায় প্রথমবার চালু হচ্ছে সি-প্লেন পরিষেবা, পর্যটন হবে আরও আকর্ষণীয়
নিউজ ডেস্ক || ত্রিপুরার পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করতে চলেছে এক যুগান্তকারী উদ্যোগ। রাজ্যে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে সি-প্লেন পরিষেবা, যা জলপথে উড়ানক্ষম বিশেষ ধরণের বিমান। শনিবার সচিবালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী জানান, রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তর যৌথভাবে এই সি-প্লেন প্রকল্পে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল নারিকেল কুঞ্জ, ছবিমুড়ার মতো ত্রিপুরার জলজ পর্যটন কেন্দ্রগুলিতে দেশ-বিদেশের পর্যটকদের দ্রুত ও সুবিধাজনকভাবে পৌঁছানোর ব্যবস্থা করা। এই পরিষেবার মাধ্যমে পর্যটন শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, এই ঐতিহাসিক পদক্ষেপ ত্রিপুরাকে বিশ্ব পর্যটনের মানচিত্রে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু পর্যটনকেই সমৃদ্ধ করবে না, বরং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের পথও প্রশস্ত করবে। সি-প্লেন পরিষেবার মাধ্যমে ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্য নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে।