নিউজ ডেস্ক || আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের (ডোনার) ক্যাবিনেট মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই সাক্ষাতে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সম্মুখে ত্রিপুরার পর্যটন খাতের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও, তিনি ডোনার মন্ত্রকের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় পর্যটন দপ্তরের নতুন কিছু প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আবেদন জানিয়েছেন।
মন্ত্রী চৌধুরী আরও জানান, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ত্রিপুরার পর্যটন খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে ত্রিপুরা পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এবং অধিকর্তা প্রশান্ত বাদল নেগি উপস্থিত ছিলেন।
এই বৈঠক ত্রিপুরার পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।