নিউজ ডেস্ক || ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের (TTAADC) ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতা ও বিরোধের অবসানের পথে। তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন মঙ্গলবার জানিয়েছেন, আগামী ২৭ বা ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে। তিনি সামাজিক মাধ্যমে জানান, প্রধান বিচারপতির সামনে এই বিষয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে।
TTAADC-র অধীনে ৫৮৭টি গ্রাম কমিটি রয়েছে, যা ত্রিপুরার ৭০ শতাংশ ভূমি ও ৩০ শতাংশের বেশি জনজাতি জনগোষ্ঠীর স্থানীয় প্রশাসন পরিচালনা করে। এই অঞ্চলে ১৯টি ভিন্ন জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে। ১৯৯৪ সালের TTAADC আইন অনুযায়ী এই কাউন্সিলগুলি গঠিত হয়।
প্রাথমিকভাবে ২০২১ সালের মার্চে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারী এবং মিজোরাম থেকে আগত ২১,০০০ ব্রু অভিবাসীর ভোটার তালিকাভুক্তির প্রক্রিয়ার কারণে নির্বাচন স্থগিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যপালের তত্ত্বাবধানে একজন প্রশাসক নিয়োগ করা হয়।
২০২২ সালে ত্রিপুরা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিলেও, ভোটার তালিকা সংশোধন ও একীকরণের কাজ সম্পন্ন না হওয়ায় নির্বাচন সম্ভব হয়নি। রাজ্য নির্বাচন কমিশন এই বিষয়ে উচ্চ আদালতে এফিডেভিট জমা করে। তিপ্রা মথা অভিযোগ করেছে, কোভিড ও ব্রু ভোটার একীকরণের কারণে ADC নির্বাচন বিলম্বিত হলেও রাজ্যের অন্যান্য নির্বাচনে কোনো বিলম্ব ঘটেনি।
দীর্ঘ বিলম্বের জন্য জবাবদিহিতা দাবি করে তিপ্রা মথা গত আগস্টে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ সমস্ত পক্ষকে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেয়। আগামী ২৭ বা ২৮ অক্টোবর এই মামলার শুনানি হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচনের দফা নির্ধারিত হলে ত্রিপুরার জনজাতি জনগোষ্ঠীর স্থানীয় স্বায়ত্তশাসন ও অধিকারের ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা আসবে। এদিকে, আগামী এপ্রিল ২০২৬-এর মধ্যে TTAADC নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, বিজেপির সহযোগী তিপ্রা মথার সক্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে।