নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় রোটারি ক্লাব অব আগরতলার যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমান দন্ত চিকিৎসা ক্লিনিক ইউনিটের উদ্বোধন করেছেন। এই ইউনিটটি প্রত্যন্ত অঞ্চলে দাঁতের চিকিৎসা সেবা প্রদান করবে, যা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও সুলভ করবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পড়াশুনার পাশাপাশি আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকলে জীবন শৃঙ্খলাপরায়ণ হয় এবং ভারতীয় সংস্কৃতিকে আঁকড়ে ধরে স্মার্ট হওয়া সম্ভব। তিনি রামকৃষ্ণ মিশনের শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবামূলক কাজের প্রশংসা করেন। স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পর তিনি পতাকা নেড়ে ইউনিটের যাত্রা শুরু করেন। এই ইউনিট নির্মাণে খরচ হয়েছে ৬০ লক্ষ টাকা।
মুখ্যমন্ত্রী জানান, রামকৃষ্ণ মিশন গত ১২৮ বছর ধরে মানুষের সেবায় নিযুক্ত এবং ২০২২-২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন স্তরে ৪৩টি পুরস্কার লাভ করেছে। তিনি আইটিআই কেন্দ্রের উন্নয়নে সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কিরণ গিতো, রোটারি ক্লাবের সভাপতি ডা. সঞ্জয় কুন্ডু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভকরানন্দ স্বাগত ভাষণ দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় রাজ্য সরকার সমাজের সকল অংশের উন্নয়ন করছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এই উদ্যোগ প্রত্যন্ত জনজাতি অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রসারিত করবে, যা নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এমন আরও সেবামূলক প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রাজ্যের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।


