নিউজ ডেস্ক || সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, রাজ্যের প্রায় ১ লক্ষ ৮০ হাজার রাবার চাষী নানাবিধ সমস্যায় জর্জরিত। তিনি বলেন, রাজ্য সরকারের দাবি যে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কেন্দ্র সরকারও এই দাবির সঙ্গে একমত নয়। তাঁর অভিযোগ, ত্রিপুরায় কৃষি ব্যবস্থা কার্যত অস্তিত্বহীন, এবং দেশের কৃষকদের অবস্থা অত্যন্ত শোচনীয়।
পবিত্র কর জানান, গতকাল ত্রিপুরা রাবার বোর্ডের জয়েন্ট কমিশনারের কাছে ১০ দফা দাবি সম্বলিত একটি প্রতিনিধি মূলক ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। এই দাবিগুলো পূরণের লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান দাবিগুলো হল:
- নতুন রাবার বাগানের জন্য বিনামূল্যে চারা ও হেক্টরপ্রতি ৫০,০০০ টাকা পরিচর্যা ভর্তুকি।
- রাবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত দামে রাবার ক্রয়ের ব্যবস্থা।
- রাবার বাগানের বীমা পুনরায় চালু করা।
- প্রয়োজনীয় সার ভর্তুকি মূল্যে সরবরাহ।
- রাবার প্ল্যান্টেশন সার্টিফিকেট বিনামূল্যে প্রদান।
- গরিব ও মাঝারি চাষিদের জন্য রোলার মেশিন ও ধোয়া ঘর তৈরিতে ৫০% ভর্তুকি।
- বন্ধ আরপিএস (রাবার প্রোডাকশন স্কিম) পুনরায় চালু করা।
- নতুন টেপারদের প্রশিক্ষণ এবং উন্নতমানের রাবার শিট তৈরির কৌশল শেখানোর জন্য সোসাইটি ও চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা।
- ত্রিপুরায় রাবার চাষ সম্প্রসারণে রাবার বোর্ডের দায়িত্বশীল ভূমিকা।
পবিত্র কর আরও বলেন, রাজ্য সরকার কৃষকদের সমস্যা সমাধানে উদাসীন। তিনি জানান, কৃষকদের অধিকার আদায়ে সংগঠন আগামী দিনে আরও তীব্র আন্দোলনের পথে হাঁটবে।