প্রবীণ সদস্যদের সংবর্ধনা ও ২৩ দফা দাবিতে আন্দোলনের প্রতিশ্রুতি
নিউজ ডেস্ক || গভমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা (জিপিএটি) রামনগর জোনের দশম বার্ষিক সাধারণ সভা আজ আগরতলার উজ্জয়ন্ত মার্কেটে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সংগঠনের ২৩ দফা দাবির ভিত্তিতে চলমান লড়াই ও আন্দোলনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বাদল বৈদ্য জানিয়েছেন, পেনশনারদের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে সংগঠনের এই আন্দোলন অব্যাহত থাকবে।
সভায় জোনের পাঁচজন প্রবীণতম সদস্য—সুজিত রঞ্জন দত্ত, সতীশ চন্দ্র ঘোষ, নীহারেন্দু মজুমদার, শিপ্রা মুখার্জী ও অর্চনা চৌধুরীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের দীর্ঘদিনের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিপিএটি’র সাধারণ সম্পাদক বাদল বৈদ্য। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হারান মজুমদার, সম্পাদক মধুসূদন চক্রবর্তী এবং প্রচার সম্পাদক তথা সংগঠনের মুখপত্র ‘প্রবীণ’-এর সম্পাদক প্রবীর সরকার। সভায় পেনশনারদের কল্যাণে বিভিন্ন বিষয়ে আলোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়।
এই সাধারণ সভা সংগঠনের ঐক্য ও প্রতিশ্রুতির প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে, যা পেনশনারদের অধিকার রক্ষায় তাদের দৃঢ় অবস্থানকে আরও জোরদার করবে।