নিউজ ডেস্ক || ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (টিজেইই) ২০২৫-এর ফলাফল আজ প্রকাশিত হয়েছে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। এ বছর রাজ্যের ১৫টি কেন্দ্রে মোট ৫২৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ২৫১১ জন ছাত্র এবং ২৭৮৫ জন ছাত্রী ছিলেন।
বোর্ডের একজন মুখপাত্র জানান, এ বছর ৬৪৪ জন পিসিএম (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স) গ্রুপের জন্য, ৩০৪৮ জন পিসিবি (ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি) গ্রুপের জন্য এবং ১৬০৪ জন উভয় গ্রুপের জন্য আবেদন করেছিলেন। পরীক্ষার জন্য পশ্চিম ত্রিপুরা জেলায় ৮টি কেন্দ্র এবং অন্যান্য জেলাগুলিতে একটি করে কেন্দ্র নির্ধারিত হয়েছিল।
পিসিএম গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন দ্বীপজয় দাস (রোল নং ০১৩৭), দ্বিতীয় স্থানে রয়েছেন তৃষ্ণরতা দাস (রোল নং ২৬৬৭) এবং তৃতীয় স্থানে অর্ণব নাথ (রোল নং ০২৯৮)।
পিসিবি গ্রুপে প্রথম হয়েছেন অনন্যা দেবনাথ (রোল নং ১১৫২), দ্বিতীয় সপ্তদীপ পাল (রোল নং ২২৪৪) এবং তৃতীয় স্থানে রয়েছেন দেবপ্রসাদ সাহা (রোল নং ১৮১৯)।
ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে এবং আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে। ফলাফল সম্পর্কিত বিস্তারিত তথ্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।