নিউজ ডেস্ক || ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ তুলে শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন পরীক্ষার্থীরা। তাঁরা ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ডের (টিআরবিটি) চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাতের দাবি জানালেও তিনি দেখা করতে অস্বীকার করেছেন বলে জানা গেছে।
পরীক্ষার্থীদের অভিযোগ, এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্রে বেশ কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে ছিল এবং বানান ভুলের কারণে প্রশ্নগুলো বিভ্রান্তিকর ছিল। এছাড়া, প্রশ্নপত্র ও টিআরবিটি প্রকাশিত উত্তরপত্রের (আনসার কি) মধ্যে অমিল থাকার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে পরীক্ষার স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরা।
বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা টেট-১ এবং টেট-২ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রে থাকা ভুল নিয়ে টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে টিআরবিটির প্রতি উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
পরীক্ষার্থীদের একজন বলেন, “প্রশ্নপত্রে ভুল থাকায় আমরা বিভ্রান্ত হয়েছি। এত বড় পরীক্ষায় এমন অব্যবস্থাপনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা স্বচ্ছতা ও ন্যায়বিচার চাই।”
টিআরবিটি চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাতের চেষ্টা ব্যর্থ হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। তাঁরা জানিয়েছেন, এই ইস্যুতে প্রয়োজনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন।
টিআরবিটির পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। পরীক্ষার্থীদের এই বিক্ষোভ ও দাবি নিয়ে শিক্ষা বিভাগের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে।