তিন বছর ধরে ফলাফলের অপেক্ষায় প্রার্থীরা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
নিউজ ডেস্ক || ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের ফলাফল প্রকাশে বিলম্বের জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। আজ সিটি সেন্টারের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্বর ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার হস্তক্ষেপ কামনা করেছেন প্রার্থীরা।
২০২২ সালে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে ৬,০৬২টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এরপর শারীরিক পরীক্ষা ও লিখিত পরীক্ষা সম্পন্ন হলেও প্রায় তিন বছর পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ করা হয়নি। প্রার্থীদের অভিযোগ, দীর্ঘ তিন বছর ধরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো স্পষ্ট অগ্রগতি নেই, যা তাঁদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
বিক্ষোভকারীদের একজন জানান, “আমরা পরীক্ষা দিয়েছি, সব ধাপ পার করেছি, কিন্তু ফলাফলের জন্য অপেক্ষা করতে করতে আমাদের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। আমরা চাই, দপ্তর অবিলম্বে ফল প্রকাশ করুক এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুক।”
প্রার্থীরা মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তাঁরা বলেন, এই বিলম্বের ফলে তাঁদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ত্রিপুরা পুলিশ বিভাগের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারেন তাঁরা। এই ঘটনা রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।


