নিউজ ডেস্ক || ত্রিপুরার সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ স্থানীয় সংবাদপত্র “ডেইলি দেশের কথা”-র বিরুদ্ধে স্বাধিকার লঙ্ঘনের প্রস্তাব দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে সংবাদপত্রটি তাঁর বিধানসভায় প্রদত্ত বক্তব্যকে বিকৃত করে “বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন” প্রকাশ করেছে।
২৪ মার্চ বাজেট আলোচনার সময় মন্ত্রী নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতি মন্তব্য করেছিলেন, যা পরবর্তীতে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মন্ত্রী দাবি করেন, তাঁর বক্তব্যের কোনো অসংসদীয় অর্থ ছিল না, কিন্তু সংবাদপত্রটি ইচ্ছাকৃতভাবে তাঁর মন্তব্যকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে উপস্থাপন করেছে।
মন্ত্রী নাথ তাঁর প্রস্তাবের সমর্থনে সংবাদপত্রের প্রতিবেদন এবং বিধানসভার কার্যবিবরণীর প্রাসঙ্গিক অংশগুলি স্পিকারের কাছে জমা দিয়েছেন। তিনি ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী ও কার্য পরিচালনা বিধি ১৭৩-এর অধীনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।
এই ঘটনাটি ত্রিপুরার রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।