নিউজ ডেস্ক || আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ত্রিপুরা বিধানসভার দুই দিনের অধিবেশন শুরু হতে চলেছে, যা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। আজ বিজনেস অ্যাডভাইজরি কমিটির (বিএসি) বৈঠকে এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী জানান, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অধিবেশন আহ্বান করেছেন। বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন অসুস্থ থাকায় ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল অধিবেশন পরিচালনা করবেন। বিএসি-র বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্য সচেতন কল্যাণী, বিধায়ক রামপদ জামাতিয়া, উপধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়ক বিরজিৎ সিনহা, অনিমেষ দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। তবে, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অনুপস্থিত থাকলেও সিপিআই-এম-এর একজন প্রতিনিধি তাঁর জায়গায় উপস্থিত ছিলেন।
মন্ত্রী নাথ জানান, দুর্গাপূজার কারণে অধিবেশন দুই দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। অধিবেশনের প্রথম দিনে চারটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে। এগুলি হলো— ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (সংশোধনী) বিল, ত্রিপুরা জন বিশ্বাস (সংশোধনী) বিল, ফ্যাক্টরিজ বিল এবং ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস (সংশোধনী) বিল। এছাড়াও, তিনটি প্রাইভেট মেম্বার রেজোলিউশন নিয়ে আলোচনা হবে।
প্রথম দিনে প্রশ্নোত্তর পর্ব, বিল উত্থাপন এবং প্রাইভেট মেম্বার রেজোলিউশন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বর বিলগুলির ওপর বিস্তারিত আলোচনা হবে। এই অধিবেশন রাজ্যের আইন প্রণয়ন ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।