নিউজ ডেস্ক || ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অকালপ্রয়াণে শোকের ছায়া নেমেছে রাজ্যজুড়ে। ২৬ ডিসেম্বর রাত ৩:৩০ মিনিটে বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিভিন্ন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
গত ৮ আগস্ট আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হন এবং পরে বেঙ্গালুরুতে স্থানান্তরিত হন। চিকিৎসকদের সকল চেষ্টা সত্ত্বেও তাঁর অবস্থা উন্নতি হয়নি।
প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণের খবরে আমি বেদনাহত। তাঁর সামাজিক উন্নয়নের প্রয়াস স্মরণীয় হয়ে থাকবে।” গৃহমন্ত্রী শাহ বলেন, “সেন জির মৃত্যু রাজ্যের রাজনৈতিক অঙ্গনের জন্য বিরাট ক্ষতি।” মুখ্যমন্ত্রী সাহা জানান, “এটি রাজ্যবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।”
বিশ্ববন্ধু সেনের রাজনৈতিক জীবন দীর্ঘ ও বর্ণাঢ্য। ২০০৮ ও ২০১৩ সালে কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত হন, ২০১৭-এ বিজেপিতে যোগ দিয়ে ২০১৮ ও ২০২৩ সালে জয়ী হন। তিনি ১১তম অধ্যক্ষ ছিলেন এবং থিয়েটার-যাত্রায় আগ্রহী ছিলেন।
আগামীকাল তাঁর মৃতদেহ আগরতলায় আনা হবে। এই প্রয়াণ রাজ্যের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এক বড় শূন্যতা তৈরি করেছে, যা জনসেবার ক্ষেত্রে দীর্ঘকাল অনুভূত হবে।


